ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কোভিড: দেশে মৃত্যু-শনাক্ত ফের বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে আরও ৬৭৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬২ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত ৩৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু ৬৪ জনের হয়।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়। যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশ কিছুদিন ২ শতাধিক করে মৃত্যু হয়।

পরে গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০-এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০-এর নিচে নেমে আসে এবং ধীরে ধীরে তা স্তিমিত হয়।

তবে গত ২০ এপ্রিল করোনায় আবারও মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। এখন আবার বাড়তে শুরু করেছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি