ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কোভিড: নতুন শনাক্ত ২৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২২ মে ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। গতকাল শনাক্ত হয়েছিল ১৬ জন।

রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ। আগের দিন ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৬ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৬৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৫ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি