ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কোভিড রোগীদের অ্যান্টিবডি চিকিৎসায় ডব্লিউএইচও’র অনুমোদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার কোভিড-১৯ চিকিৎসায় মার্কিন বায়োটেক কোম্পানি রেজিনারনের সিন্থেটিক অ্যান্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে। তবে সুনির্দিষ্ট স্বাস্থ্য প্রোফাইলযুক্ত রোগীদের ক্ষেত্রেই এই চিকিৎসা দেয়া যাবে।

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল বিএমজে-তে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি উচ্চ ঝুঁকিতে থাকা রোগী, যাদের পর্যাপ্ত ইমিউন ক্ষমতা নেই তারা এই অ্যান্টিবডি গ্রহণ করতে পারবেন।

ডব্লিউএইচও সুপারিশ করা রেজিনারনের এই অ্যান্টিবডি কোভিড-১৯ এর তৃতীয় পর্যায়ের চিকিৎসা, যা কোভিডের ওষুধ হিসেবে ‘লিভিং ডব্লিউএইচও গাইডলাইন’র অন্তর্ভুক্ত হয়েছে।

গত জুলাই মাসে ডব্লিউএইচও কোভিড ভাইরাসের কারণে ইমিউন সিস্টেমের ওপর বিপদজ্জনক প্রভাব ঠেকাতে এ ধরণের ওষুধের ব্যাপারে সম্মতি জানায়। এই ওষুধগুলো কর্টিকোস্টারয়েডের (স্টিরয়েড হরমোন গ্রুপ) সঙ্গে মিশে কোভিডের বিরুদ্ধে ভালো কাজ করে, যা ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগীদের ব্যবহারের জন্য প্রথম সুপারিশ করেছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি