ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় আরও বাড়ল সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১১ জুন ২০২২

মৃত্যুহীন ১৩টি দিন কাটলেও দেশে জুনের শুরু থেকেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭১ জনের দেহে। যা আগের দিনের থেকে ৭ জন বেশি।

গত ১ জুন ২২ জন শনাক্তের পর ২ জুন ২৯, ৩ জুন ৩১ জন, ৪ জুন ৩৪ জন, ৫ জুন ৪৩ জন, ৬ জুন ৫১ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন ও ১০ জুন ৬৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো।

শনিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার  ১ দশমিক ১৪ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত ৭১ জনের মধ্যে ৬৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে কক্সবাজারে ৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

আর এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি