ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কোভিড: ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৪১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ৬ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। আর নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আগের দিন বুধবার ৫৪৯ জন এবং মঙ্গলবার ৬৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৪১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৫৮৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি