ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৩৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৫ জুন ২০২২ | আপডেট: ১৭:১৮, ৫ জুন ২০২২

২৪ ঘণ্টায় সারা দেশে কোথাও কোভিডে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের ৩০ জনই ঢাকার বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন কোভিডে ৩১ জন শনাক্ত হয়েছিল।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৭ জন। মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১৩১ জন রয়েছে অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৭ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৮৭৮ জন সেরে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। 

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি