ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৭, মৃত্যু নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৪৪, ২৮ আগস্ট ২০২২

দেশে ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিডে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ ছিল।

শুক্রবার সারাদেশে ১৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, আর দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৩১৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি