কোভিড: ৩৭ জেলায় শনাক্ত শূন্য
প্রকাশিত : ১৮:৩৮, ৩১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:৪৪, ৩১ অক্টোবর ২০২১
গেল ২৪ ঘণ্টায় দেশের ৩৭ জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। পাঁচ বিভাগে কারও মৃত্যুও হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
তবে রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
গত এক দিনে শনাক্ত নতুন রোগিদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। এতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট সংক্রমণের সংখ্যা পেরিয়ে যায় ১৫ লাখ।
এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগি শনাক্ত হয়।
এসবি/