ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কোভিডে প্রাণ গেল ১ জনের, নতুন আক্রান্ত ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:৪৬, ১৬ নভেম্বর ২০২২

দেশে গত ২৪ ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৩ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯ জন। 

আজ করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ১৪ শতাংশ। মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৯১ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ০৫ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি