ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোমরে ছুরি-জিহ্বায় ব্লেড নিয়ে ছিনতাইকালে গ্রেফতার ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৫ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৮:৩১, ২৫ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি ছুরি ও ২ টি ব্লেড উদ্ধার করা হয়। 

গতকাল রাতে তেজগাঁও থানার কাওরান বাজার কাঠপট্টি জালালাবাদ “স” মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ছিনতাইকারীরা কোমড়ে ছুরি ও জিহ্বার নিচে ব্লেড নিয়ে ঘুরে। এরপর পথচারীকে জিম্মি করে ছিনতাই করে।

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন, মো: জনি (২৯), জহির সর্দার (১৯), মোঃ ফয়সাল বেপারী (২৫), মোঃ জীবন (৫২), মোঃ আক্কাস আলী (৩৭) এবং মোঃ আসিফ (২০)।

গ্রেফতার ৬ জন তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাদের মধ্যে মো. জনির বিরুদ্ধে ৮ টি, জহির সর্দারের বিরুদ্ধে ৩ টি, মো. ফয়সাল বেপারীর বিরুদ্ধে ২ টি, মো. আক্কাস আলীর বিরুদ্ধে ৩ টি এবং আসিফের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে। 

তারা প্রত্যকেই একাধিকবার গ্রেফতার এবং জেলে গিয়েছেন। তারা প্রত্যেকেই বিভিন্ন পেশায় জড়িত। কেউ দিনমজুর, কেউ টোকাই আর কেউবা ভাঙারির দোকানদার। তবে রাতে সবাই ছিনতাই করেন। তারা দলবেধে নির্জন কোন স্থানে ওঁৎ পেতে থাকেন। কোন একাকি পথচারী পেলে তাকে জাপটে ধরে সবকিছু ছিনিয়ে নেন। এসময় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি ও ব্লেড দিয়ে আঘাত করে আহত করেন। 

গতকালও রাতে এমন ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি