কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন (ভিডিও)
প্রকাশিত : ১৫:২৯, ২০ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৩০, ২০ জুলাই ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে, ড্রেজার ও বোমা মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। হুমকির মুখে পড়েছে ধলাই সেতু। পরিবেশ বিপর্য়য়ের আশংকা দেখা দিয়েছে দয়ারবাজার, লিলাইবাজার, কালাইরাগসহ বিস্তির্ণ এলাকায়। আছে চাঁদা বাজি। এদিকে, কোম্পানীগঞ্জ স্থানীয় প্রশাসন বলছেন, অবৈধ বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কোম্পানীগঞ্জের ধলাই ব্রিজ থেকে তাকালেই চোখে পড়ে নদীর বুকে শত শত নৌকা আর বালুবাহী ট্রলার।
এক মাস আগে ধলাই নদীর ভাটরাই এলাকার একটি মৌজা লিজ দেওয়া হয়। তবে ধলাই ও পিয়াইন বালু মহাল লিজের আ্ওতাভুক্ত নয়। এই বালুমহাল দুটো থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। লাগামহীন বালু ও পাথর উত্তোলনে হুমকির মুখে পড়েছে ধলাই সেতুসহ আশপাশের জনপদগুলো।
অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগে কয়েকটি স্থানীয় গ্রুপ চাদাবাজি করছে বলে অভিযোগ আছে। বালুবাহী নৌকা থেকে প্রতিদিন আদায় করছে লাখ লাখ টাকা। চাদাবাজির প্রতিবাদ করলে স্থানীয়দের নানা ভাবে হয়রানি করা হচ্ছে। অভিযোগ রয়েছে স্থানীয় পুলিশের বিরুদ্ধেও।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে- অবৈধভাবে বালূ উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
এদিকে- মাঝে মধ্যেই নৌকাডুবির ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটন্ওা আছে। এ নিয়ে আতঙ্হে এলাকাবাসী।
আরও পড়ুন