কোরবানির পশু পরিবহণ সেবা দেবে ‘ট্রাক লাগবে’
প্রকাশিত : ১৬:২৮, ২০ আগস্ট ২০১৮
হাট থেকে কেনা কোরবানির পশু ক্রেতার বাসায় পৌঁছে দেবে ‘ট্রাক লাগবে’। ঈদ উল আজহাকে কেন্দ্র করে ঝামেলাবিহীণভাবে পশু পৌঁছে দেওয়ার জন্য ট্রাক খুঁজে দেবে দেশীয় স্টার্টাপ প্রতিষ্ঠান ‘ট্রাক লাগবে’।
গতকাল রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ঢাকার হাটগুলো থেকে গ্রাহকের বাসা পর্যন্ত পশু নিয়ে যেতে যেন কোন বেগ পোহাতে না হয় সে লক্ষ্যেই এই উদ্যোগ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও হাট এলাকা থেকে ট্রাক পাওয়াও বেশ ঝামেলার কাজ। এসব ঝামেলা ও বিড়ম্বনা থেকে গ্রাহককে মুক্তি দেবে ট্রাক লাগবে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং ০১৯৩৯১০০১০০ নম্বরে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
//এস এইচ এস//
আরও পড়ুন