ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কোরবানীর ঈদ সামনে রেখে কামাররা ব্যস্ত(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৮ আগস্ট ২০১৮

কোরবানীর ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। বছরের অন্য সময়গুলোতে কাজের তেমন চাপ না থাকলেও কোরবানীর সময় যেন দম ফেলার ফুরসৎ নেই তাদের। তবে, বিগত বছরগুলোর চেয়ে এবারে সরঞ্জামের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কামারীরা।

রাত-দিন চলছে কামারশালার শব্দ। কোরবানীর সময় যতোই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে কামারদের ব্যস্ততা।

পশু কোরবানীর দা-ছুরি ও চাপাতি-সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মানুষ ভীড় করছেন কামারশালায়। আবার কেউবা পুরোনো সরঞ্জাম মেরামত অথবা শান দিয়ে নিচ্ছেন।

প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকট-সহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমান কমেছে বলেও জানান অনেকেই।

এদিকে দাম আগের তুলনায় বেশী হলেও বাধ্য হয়েই পশু কোরবানীর সরঞ্জাম কিনছেন ক্রেতারা।

কয়লা ও কাঁচামালের দাম সহনীয় রেখে এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার --এমটাই প্রত্যাশা কামারদের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি