ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

কোল্ড স্টোরেজে পাওয়া ৮৩৬ বস্তা কাঁচামরিচ খোলাবাজারে বিক্রি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৬:৩৫, ১১ অক্টোবর ২০২৪

গাজীপুরের বিকেবাড়ি এলাকায় সম্প্রতি গ্রীন এগ্রো প্রোডাক্ট নামে এক কোল্ড স্টোরেজ কারখানায় অভিযান চালায় যৌথবাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় ৮৩৬ বস্তা কাঁচামরিচের সন্ধান মেলে।

পরে উদ্ধারকৃত কাঁচামরিচ খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে।

এ সময় কাঁচা মরিচের মালিককে পাওয়া না যাওয়ায় কোল্ড স্টোরেজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিকেবাড়ি এলাকায় গ্রীন এগ্রো প্রোডাক্টে অভিযান চালায় যৌথবাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় ৮৩৬ বস্তা কাঁচা মরিচ গ্রীন এগ্রো প্রোডাক্টের কোল্ড স্টোরেজে পাওয়া যায়। 

কাঁচা মরিচের মালিককে পাওয়া না যাওয়ায় এগুলো বাজারে বিক্রি নির্দেশ দেয় ভোক্তা অধিকার অধিদপ্তর। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি