ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোস্টারিকার বিপক্ষে আমরা দারুণ খেলবো : নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২১ জুন ২০১৮ | আপডেট: ১১:৪৫, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সুইজারল্যান্ড ম্যাচের হতাশায় মোড়ানো মুহূর্তগুলো কাটিয়ে ফের মাঠে নামছে আত্মপ্রত্যয়ী ব্রাজিল। কাল শুক্রবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে নেইমার বাহিনী। প্রথম ম্যাচে ১০ বার ফাউলের শিকার হওয়া নেইমার প্রথম দুই-তিনদিন অনুশীলনই করতে পারেন নি। শেষ পর্যন্ত বুধবার অনুশীলনে ফিরেছেন। নেইমারের আশা কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ডের চেয়েও দারুণ খেলবে ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে দল নিয়ে আশার কথা জানিয়ে নেইমার বলেন, আমি আশা করি সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে দারুণ খেলব আমরা। জিততে চাই আমরা। আরও ভালো খেলতে চাই। কোস্টারিকার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মতো করে খেলা।
বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছিল তারা। ম্যাচ শেষে তাই হতাশা লুকায়নি দলের খেলোয়াড় ও কোচ। সুইসদের বিপক্ষে ম্যাচ শেষে রেফারিদের ঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেছিলেন পিএসজির এ স্ট্রাইকার। তাছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তে ভিএআর ব্যবহার না করায় জবাব চেয়ে ফিফার কাছে চিঠিও পাঠায় তারা। যদিও ফুটবলের শীর্ষ সংস্থা সেটা প্রত্যাখ্যান করেছে। এখন ষষ্ঠ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলকে মাঠেই কিছু করে দেখাতে হবে।
সূত্র : গোল ডটকম

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি