ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোহলি-যাদবের ঝোড়ো ফিফটি, হংকংয়ের লক্ষ্য ১৯৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৩১ আগস্ট ২০২২

দীর্ঘদীন পর এমন আগ্রাসী মেজাজে দেখা যায় কোহলিকে

দীর্ঘদীন পর এমন আগ্রাসী মেজাজে দেখা যায় কোহলিকে

ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে টস জিতে দুর্দান্ত সাহস দেখালেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে তার দলের বোলারদের তুনোধুনো করে তাণ্ডুবে ফিফটি তুলে নিয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। এ দুই ব্যাটারের ঝোড়ো ফিফটিতে হংকংকে ১৯৩ রানের বিশাল লক্ষ্য দিলো ভারত। 

দুবাইয়ের এই ম্যাচে হংকংয়ের ইচ্ছা ছিল, ভারতের করা রান দ্বিতীয় ইনিংসে তাড়া করবেন তারা। তাইতো আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দলটি।

তবে বোলিং নিয়ে শুরুতেই ভারতকে চেপে ধরতে পারেনি হংকং। বরং দেখেশুনে খেলে উল্টো মেরে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

প্রথমে বাউন্ডারি না পেলেও দুজনেই হাঁকান একটি করে ছক্কা। পরে অবশ্য আরো দুটি চার আসে রোহিতের ব্যাট থেকে। যার ফলে পঞ্চম ওভারেই ৩৮ রান তুলে ফেলে মেন ইন ব্লু। তবে আয়ুশ শুক্লার ওই ওভারের পঞ্চম বলেই বিভ্রান্ত হয়ে মিডঅনে সহজ ক্যাচ তুলে দেন রোহিত।

যাতে থেমে যায় ভারত অধিনায়কের ১৩ বলে খেলা ২১ রানের ক্যামিও ইনিংসটি। আর ভারতও হারায় তাদের প্রথম উইকেট। রোহিতের বিদায়ে ক্রিজে রাহুলের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি।

কিছুক্ষণ পরে আউট হয়ে ফেরেন রাহুলও। ৩৯ বলে ৩৬ করে মোহাম্মদ গজনফরের শিকার হন তিনি। যার ফলে ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত।

তবে এরপর দলের আর কোনো ক্ষতি হতে দেননি দুই ব্যাটার বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। বাকি ৭ ওভার খেলে দুজনে যোগ করেন আরও ৯৮ রান। ওভার প্রতি ১৪ করে রান তুলে ফিফটিও আদায় করেন দুজনে।

এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পান বিরাট। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ৫৯ রান করে। 

তবে কোহলির থেকেও বেশি মারমুখি ছিলেন যাদব। ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার। ইনিংসের শেষ ওভারের প্রথম ৩টি বলে মারেন পরপর ৩টি ছক্কা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ছয়টি করে ছক্কা-চারে ৬৮ রানের ইনিংস খেলে।

যাতে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে পারে রোহিতের দল। হংকংয়ের পক্ষে উইকেট দুটি নেন আয়ুশ শুক্লা ও মোহাম্মদ গজনফর।

ভারতের একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, ঋষভ পন্ট (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও আর্শদীপ সিং।

হংকংয়ের একাদশ
নিজাকত খান (ক্যাপ্টেন), বাবর হায়াত, ইয়াসিম মুর্তাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেচনি (উইকেটকিপার), হারুন আরশাদ, এজাজ খান, জীশান আলি, এহসান খান, আয়ুষ শুক্লা ও মোহাম্মদ গজনফর।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি