কোহলিদের টুইট করে সমালোচনার মুখে কংগ্রেস
প্রকাশিত : ২২:১০, ১৮ অক্টোবর ২০১৮
সোশ্যাল মিডিয়ায় সামান্য একটু ভুল করলেই... ট্রোলাররা অপেক্ষা করে রয়েছে ভার্চুয়াল জগতে। বড় বড় সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট করে ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এবার সেই জ্বালা টের পেল সর্বভারতীয় কংগ্রেসও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের পরে কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানানো হয়েছিল। সেটাই যে বুমেরাং হয়ে ফিরবে তা কেউ ভাবতেই পারেনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়ের পরেই কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘‘মেন ইন ব্লু’দের শুভেচ্ছা ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় লাভের জন্য।
এতেই সমালোচনার তির ধেয়ে আসে রাহুল গাঁন্ধীর নেট-যোদ্ধাদের জন্য। ঘটনা হল, সাদা জামার টেস্ট ক্রিকেটে জয়লাভের জন্য ওয়ান ডে ক্রিকেটে বিরাটদের নিকনেম ‘মেন ইন ব্লু’ বলা। সম্বোধন করাতেই বিপত্তি।
এমন মস্ত বড় ভুল এড়িয়ে যায়নি সমর্থকদের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ব্যারাকিংয়ের শিকার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। একের পর এক পালটা টুইটে বিদ্ধ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।
আরকে//