ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো নোভাক জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২১ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৫২, ২১ এপ্রিল ২০১৭

মন্টে কার্লো মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।

স্প্যানিশ পাবলো ক্যারেনো বুস্তাকে হারিয়েছেন নোভাক জকোভিচ। পাবলো ক্যারেনোর বিপক্ষে জয় পেয়েছেন ২-১ ব্যবধানে। প্রথম সেটে ৬-২ গেমে জয় তোলে নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচ। দ্বিতীয় সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান পাবলো ক্যারেনো। দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জয় নিয়ে সমতায় ফিরেন। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায় ৬-৪ গেমে জয় পেয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যান জকোভিচ। সেই সাথে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন শিরোপা প্রত্যাশি নোভাক জকোভিচ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি