কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ
প্রকাশিত : ১৩:০৪, ৫ জুন ২০১৭
ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
স্প্যানিশ প্রতিপক্ষ অ্যালবার্ট রামোস ভিনোলাসকে হারিয়েছেন শিরোপা প্রত্যাশি জকোভিচ। রামোস ভিনোলাসের বিপক্ষে জয়ে পেয়েছেন ৩-০ ব্যবধানে। প্রথম সেট থেকেই প্রতিদ্ব্ন্দ্বীতামূলক খেলা গড়ে তোলেন দুজন। প্রথম সেটে ৭-৬ গেমে এগিয়ে যান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জকোভিচ। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সেটেও ৬-১ গেমে সহজ জয়ে তুলে নেন এই সার্বিয়ান তারকা। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায় শুরুতে কিছুটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোললেও শেষ পর্যন্ত ৬-৩ গেমে হেরে যান রামোস ভিনোলাস। আর পরবর্তী রাউন্ডে বর্তমান র্যাঙ্কিংয়ে ২ থাকা জকোভিচের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম।