ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১০ জুলাই ২০১৮

চতুর্থ রাউন্ডের লড়াইয়ে রাশিয়ান কারেন কাচেনোভকে হারিয়েছেন জকোভিচ। প্রথম সেটে ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ।

পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে কারেন ঘুরে দাঁড়াতে চাইলেও জকোভিচের দক্ষতার সঙ্গে পেরে উঠেন নি তিনি। দ্বিতীয় সেটেও হেরে যান ৬-২ গেমে। আর তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায়ও ৬-২ গেমে জয় নিশ্চিত করেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। আর শেষ আটে তাঁর প্রতিপক্ষ জাপানের কেই নিশিকোরি।

সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি