ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি উরুগুয়ে-পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ১ জুলাই ২০১৮ | আপডেট: ০২:১৪, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চলতি রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মধ্যরাত ১২টায় মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও পর্তুগাল। সোকির ফিশট স্টেডিয়ামে এ-গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বি-গ্রুপের রানারস আপ দল পর্তুগাল।

বিশ্বকাপের মতো বড় আসরে নিজেদের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হচ্ছে দলগুলো। এর আগে অবশ্য দুই বার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে এবং ইউরোপের পর্তুগাল। গ্রুপ পর্বে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে আসা উরুগুয়ের মনোবল বেশ চাঙ্গা। দলে আছেন সুয়ারেজ ও কাভানির মতো খেলোয়াড়।

তবে বিপক্ষ শিবিরে আছেন বর্তমান সময়ে বিশ্বের সবথেকে দামি খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর-৭ আছেনও বেশ ফর্মে। গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে পেনালটি শট মিস করলেও তিন ম্যাচে গোল করেছেন মোট ৪টি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি