ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোয়ার্টারেই মুখোমুখি মেসি-রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১১:০২, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবলে সেরা কে? আরও স্পষ্ট করে বললে এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার কে? আগে মেসি-নেইমারে ফুটবলবিশ্ব বিভক্ত হলেও, এখন তা রোনালদো-মেসিতে গড়িয়েছে। আর সেই বিতর্কের অবসান হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। সবকিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হতে যাচ্ছেন দুই মহাতারকা। মেসিরা ফ্রান্সকে হারাতে পারলে আর পর্তুগিজরা উরুগুয়ে জয় করতে পারলেই কোয়ার্টারে মুখোমুখি হবেন মেসি-রোনালদো।

বার্সেলোনার জার্সিতে এত সাফল্য থাকলেও দেশের জার্সিতে এখনও বিশ্বকাপ অধরা আর্জেন্টিনা অধিনায়কের। রাশিয়া বিশ্বকাপে তাই তাঁর দিকেই তাকিয়ে ভক্তরা। কারণ অনেকেই মনে করেন এটাই আর্জেন্টিনা মহাতারকার শেষ বিশ্বকাপ। সেই লড়াইয়ে তিনি বিশ্বকাপে প্রথম বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখোমুখি হতে পারেন।

পরিসংখ্যান জানাচ্ছে, পাঁচ পয়েন্ট নিয়ে পর্তুগাল এখন গ্রুপ ‘বি’তে দ্বিতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনাও তাই। তবে মেসিদের পয়েন্ট চার। যদি শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্তিনা হারাতে পারে ফ্রান্সকে এবং রোনাল্ডোর পর্তুগাল জিতে যায় উরুগুয়ের বিরুদ্ধে তা হলে কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে।

এটা ঠিক যে রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল মহাতারকা তাঁর দুরন্ত ছন্দ দেখাতে পেরেছেন। যা বলা যাচ্ছে না মেসির ক্ষেত্রে। প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে রোনাল্ডো হ্যাটট্রিক করেছেন। গোল পেয়েছেন মরক্কো ম্যাচেও। ইরান ম্যাচে তিনি পেনাল্টি ফস্কালেও বড় ম্যাচে তাঁর গোল করার ক্ষমতা সবারই জানা। মেসি আবার প্রথম ম্যাচে পেনাল্টি ফস্কালেও নাইজিরিয়া ম্যাচে দুরন্ত গোল করে ছন্দে ফিরেছেন। তাই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি