‘কৌশলগত কারণে মহাজোটের প্রার্থী তালিকা এখনই প্রকাশ নয়’
প্রকাশিত : ১৮:০১, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৩৬, ২৬ নভেম্বর ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করছি। কৌশলগত কারণে মহাজোটের প্রার্থী তালিকা এখনই প্রকাশ করা হচ্ছে না। আরও যাচাই-বাছাইয়ের পর এ তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা কৌশলে মার খেতে চাই না, কৌশলে এগিয়ে যেতে হবে। এতে আমরা কারও থেকে পিছিয়ে থাকতে চাই না। আমরা জোটের তালিকা প্রকাশ করব। দলীয়ভাবে যেটা করেছি তা কিন্তু গণমাধ্যমে দিইনি। এমন অনেক প্রার্থীর নাম গণমাধ্যমে এসেছে যাদের আমরা চিঠি দিইনি। এটা বিভ্রান্তিকর।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, জোটের অন্যান্য শরিকেরাও একইভাবে চিঠি দিয়ে মনোনয়ন দেওয়া শুরু করেছে। জাতীয় পার্টি, বিকল্পধারার নেতৃত্বে যুক্তফ্রন্ট, ১৪ দল চিঠি দিচ্ছে। সবার তালিকার পর যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবো। এখানে কৌশলগত, টেকনিক্যাল ও টেকটিকেল বিষয়গুলো বিবেচনার আছে। কয়েকটি জায়গায় আমরা ডাবলও মনোনয়ন দিয়েছি। পরবর্তীতে মাঠ পর্যায়ে সার্ভে করে চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, রাজধানীর ধানমন্ডিতে আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহাজোটের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে।
এসএইচ/
আরও পড়ুন