ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটকে আইসক্রিমের টোপ দিলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৪৮, ১৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

‘জিরো’ সিনেমার শুটিং চলছে পুরোদমে। আর শুটিং এর ফাঁকে একের পর এক মজাদার ঘটনা ঘটাচ্ছেন কিং খান। সেই সব কাণ্ড আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ফ্যানদের সামনে তুলে ধরছেন শাহরুখ। আনন্দ এল রাইজিরো’ সিনেমটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। যার মুখ্য ভূমিকায় শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ অনুষ্কা শর্মা।

নতুন খবর হচ্ছে- শাহরুখ খান এবার ক্যাটরিনাকে নিয়ে বিশেষ পোস্ট শেয়ার করলেন সোশ্যাল সাইডে। যদিও আইসক্রিম পছন্দ করেন না ক্যাটরিনা। তবে ছবির সামনে আইসক্রিম তুলে ধরলে তাতে ক্ষতি নেই। তাইতো ক্যাটের ছবির সামনে কিং খান তুলে ধরলেন চকোলেট আইসক্রিম। শাহরুখ-ক্যাটরিনার এই খুনসুটির গল্প এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ওই পোস্টে শাহরুখ লিখেছেন, ‘Cos she doesn’t eat ice cream in real, Cos she has worked so hard & cos this reminds me of Darr...on @aanandlrai #Zero the film...’I lov u kkkKatrina..’

[ও রিয়েল লাইফে একদমই আইসক্রিম পছন্দ করে না। কারণ ও কঠোর পরিশ্রমি। আই লাভ ইউ ক্যাটরিনা]’.

যদিও মজা করে ক্যাটকে রাগানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ। কারণ এর আগে শাহরুখের ঘুম নিয়ে একই কাণ্ড ঘটিয়েছিলেন ক্যাটরিনা। আর সেই ছবিও শেয়ার করা হয় ভক্তদের সঙ্গে। তবে দু’জনার ঘনিষ্টতা বলে দিচ্ছে জিরো নিয়ে তাদের উন্মাদনা অনেক।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি