ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ক্যানসার হাসপাতাল করতে চেয়েছিলেন ‍হুমায়ূন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২১, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করা হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল। আর সে স্বপ্ন বাস্তবায়নে গুণীজন, নীতিনির্ধারকসহ শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।

বুধবার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে তাঁর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন শেষে এ কথা বলেন শাওন। এসময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের ছোট বোন সুফিয়া হায়দার, শাওনের সঙ্গে তাঁর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, মা জহুরা আলী, ছেলে নিষাদ, নিনিতসহ শত শত হুমায়ূন ভক্ত।

মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদের ডাকে ভক্ত-অনুরক্তরা যেভাবে এগিয়ে আসতেন, আমার ডাকে, আমার আহ্বানে সেভাবে এগিয়ে আসবেন না। তাঁর এ স্বপ্ন বাস্তবায়নে গোষ্ঠীবদ্ধভাবে অংশ নিতে হবে। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি