ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

ক্যান্সার প্রতিরোধে একধাপ এগুলেন বিজ্ঞানীরা

প্রকাশিত : ১৫:৪৮, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ৪ মার্চ ২০১৬

cancerক্যান্সার প্রতিরোধে গবেষণায় আরো একধাপ এগুলেন বিজ্ঞানীরা। এবার মানব দেহে টিউম্যারের ভেতরে ক্যান্সারের জন্য দায়ী কোষের ক্ষুদ্রাংশ শনাক্ত করার প্রক্রিয়া আবিস্কার করেছেন তারা। মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে এই ক্ষুদ্র অংশ দূর করার মাধ্যমেই ক্যান্সার পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এখনও কোন রোগীর ওপর এ প্রক্রিয়া চালানো হয়নি। তবে আগামী দুই বছরের মধ্যে এটি কার্যকরী হবে বলে আশা প্রকাশ করছেন তারা। যদিও মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভিন্নতার কারণে বাস্তবে এর ব্যবহার জটিল এবং ব্যয়বহুল হবে বলেও সর্তক করেছেন বিশেষজ্ঞরা। ক্যান্সারের প্রতিষেধক তৈরিতে ব্যর্থতার পর এ আবিস্কারকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি