ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যান্সার সচেতনতায় ব্যানক্যাটের মাসব্যাপী প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশে প্রতি এক লক্ষ নারীর মধ্যে প্রায় ২৩ জন স্তন ক্যান্সারে আক্রান্ত, বর্তমানে দেশে ব্রেস্ট ক্যানসারকে সবচেয়ে ধ্রুত বর্ধনশীল ক্যান্সার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অক্টোবর “আন্তর্জাতিক স্তন ক্যান্সার সচেতনতা মাস”, উপলক্ষে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যনক্যাট) এবং পরিবর্তন করির যৌথ উদ্যোগে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা প্রচারণা করা হয়েছে। 

গতকাল শনিবার ঢাকার শেফস টেবিল কোর্টসাইড এ আইপিডিসি ফাইন্যান্সের সহযোগিতায় দিনব্যাপী ওয়েলনেস কার্নিভাল আয়োজনের মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

এ সময় ব্যানক্যাট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান, আইপিডিসি এর হেড অফ ব্র‍্যান্ড, স্ট্র‍্যাটেজি ও কমিউনিকেশন তারেক ইসলাম, পরিবর্তন করির প্রতিষ্ঠাতা আহসান ভুঁইয়াসহ এই প্রচারণায় সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদী গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর, ড. রুবানা হক, ওয়ালটন এর ডিরেক্টর তাহমিনা তান্না।

ওয়েলনেস কার্নিভালে দিনব্যাপী ফান্ড রাইজিং ফুটসাল ট্যুর্নামেন্ট, ওয়েলনেস কর্মশালা, সচেতনতা বিষয়ক বিভিন্ন সেবা এবং পণ্যের প্রদর্শন, সঙ্গীত সন্ধ্যা ইত্যাদির আয়োজন করা হয়। ব্যানক্যাট এবং পরিবর্তন করি আয়োজিত মাসব্যাপী প্রচারণায় আইপিডিসির পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আমিশে, ব্র্যাক ব্যাংক তারা, কার্নিভাল কেয়ার, ফগ, ফুডপান্ডা, ইবিএল উইমেন ব্যাংকিং, গরুর ঘাস, হেলদি বেঙ্গল, ম্যাডসেফ, মোর্শেদ মিশুর ইলাস্ট্রেশন, এমটিবি, ওসাম, এবং টুয়েলভ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি