ক্যান্সারের লক্ষণ শনাক্ত করবে সেলফি
প্রকাশিত : ০৯:৪২, ৩০ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৭
এমন একটি অ্যাপ আবিস্কার হয়েছে যার মাধ্যমে প্যানক্রিয়েটিক ক্যান্সার শনাক্ত করা যাবে। এর মাধ্যমে সেলফি তুললে সেই সেলফি বিশ্লেষণ করেই প্যানক্রিয়েটিক ক্যান্সার ধরতে পারবে অ্যাপটি। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকরা এটি আবিস্কার করেছেন।
এই অ্যাপের নাম `বিলিস্ক্রিন` যেটা স্মার্টফোনের ক্যামেরাকে ব্যবহার করা হবে। কম্পিউটারের ভিশন অ্যালগোরিদম আর মেশিন লার্নিং টুলস এর মাধ্যমে যিনি সেলফি তুলবেন তার চোখের সাদা অংশের বিলিরুবিনের মাত্রা পরীক্ষা করবে।
প্রধান গবেষক অ্যালেক্স মারিয়ামাকিস বলেন, এই অ্যাপটির মাধ্যমে ক্যান্সারের আক্রান্তদের সময়মতো চিকিৎসা শুরু দেওয়া যাবে। অ্যাপটিতে মানুষ যেন ঘরে বসেই সেলফি তোলার মতো মজার কাজ থেকেই এ ধরনের রোগের বার্তা পেতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছে।
প্রাথমিক অবস্থায় এক ক্লিনিক্যাল পরীক্ষায় ৭০ জনকে বেছে নেওয়া হয়। তাদের সেলফি তুলে পর্যবেক্ষণ করা হয়। এই অ্যাপটি চোখের সাদা অংশের রংয়ের বিশ্লেষণ করে। সমস্যা ধরা সম্ভব হয়েছে ৮৯.৭ শতাংশ নিখুঁতভাবে। সূত্র : হিন্দুস্তান টাইমস।
//আর//এআর
আরও পড়ুন