ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যামেরার পেছনে কী হয়, সেটাই দেখাব : পায়েল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শুটিং করতে গিয়ে ক্যামেরার পেছনে কী হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে মৈনাক ভৌমিকের ‘চলচ্চিত্র সার্কাস’ সিনেমায়।


ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার আনন্দবাজার পত্রিকাকে একথা জানিয়েছেন।
সার্কাস মানে তার কাছে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার। তিনিই অভিনেত্রী পায়েল সরকার।


সিনেমা প্রসঙ্গে পায়েল বলেন, শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।


এক ঝাক তারকা নিয়ে দুর্গা পুজোর বক্স অফিসে আসছে মৈনাকের ‘চলচ্চিত্র সার্কাস’। অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পার্সন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই অনস্ক্রিন দেখবেন দর্শক। পুরোটাই যেন একটা সার্কাস। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান। ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘চলচ্চিত্র সার্কাস’।
সূত্র : আনন্দবাজার।


ভিডিওটি দেখতে ক্লিক করুন-


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি