ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যারিবীয়দের হারিয়ে ওয়ানডে সিরিজও জিতল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২শ’ রানে হারিয়েছে ভারত। এ জয়ে ক্যারিবীয়দের মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিলো সফরকারীরা।

ত্রিনিদাদে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কৃষাণ ও শুবমান গিল। তাদের ওপেনিং জুটিতে আসে ১৪৩ রান। দু’জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। গিল ৮৫ আর ইশান কৃষাণ করেন ৭৭ রান। 

এছাড়া স্যামসনের ৫১ আর অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার অপরাজিত ৭০ রানে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় ভারত। 

জবাবে, শারদুল ঠাকুর-মুকেশ কুমারদের বোলিং তোপে ১৫১ রানেই অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 

ঠাকুর ৪টি আর মুকেশ কুমার নেন ৩ উইকেট। 

ম্যাচসেরা শুবমান গিল আর সিরিজ সেরা হয়েছেন ইশান কৃষাণ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি