ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১০ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সান্তা বারবারার কাউন্টি শেরিফ বিল ব্রাউন। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৬৩ জনকে, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্মকর্তারা বলছেন, মন্টেসিটো এলাকায় বেশি প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই শহরেই হতাহত হয়েছে সবচেয়ে বেশি। বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। এছাড়াও কাদাযুক্ত বন্যার পানি রাস্তায় জমে আছে। এর ফলে সড়কপথে চলাচল বন্ধ হয়ে গেছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকা পরে গেছে। তবে এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রোমেরো ক্যানিয়ন নামক এলাকায় ৩০০ জন আটকা পড়েছেন।

উল্লেখ্য, গত মাসেও ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার কয়েক হাজার একর অঞ্চল।

সূত্র: বিবিসি, সিএনএন

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি