ক্যালিফোর্নিয়ায় মানব পাচারের সুরঙ্গ, আটক ৩০
প্রকাশিত : ১৪:১৬, ৩১ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:১২, ১ সেপ্টেম্বর ২০১৭
ক্যালিফোর্নিয়ায় বিশাল এক সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে। এর মধ্য দিয়ে ম্যাক্সিকো থেকে দল বেধে লোকজনকে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।
সীমান্তের নিরাপত্তা টহলরত এজেন্টরা টানেলটি আবিষ্কার করেন। মাটির মধ্য দিয়ে চলে গেছে এটি। কিছুটা নিচ থেকেই মই নেমে গেছে। এটা মিলেছে সান দিয়েগোর কাছাকাছি ওটাই মেসা বর্ডার ক্রসিংয়ে।
সান দিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন জানায়, নিপরাপত্তারক্ষীরা ওখানে বেশ কয়েকজন নারী-পুরুষের জটলা দেখতে পান। তাদের দেখেই অনেকে দৌড়ে পালান। আবার কয়েকজন দ্রুত টানেলে নেমে পড়ার চেষ্টা করেন।
সীমান্তরক্ষীরা ২৩ জন চাইনিজ এবং ৭ জন ম্যাক্সিকানকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, এরা সবাই অবৈধভাবে আমেরিকা ঢুকতে চাইছিল।
কর্তৃপক্ষ বলছে, সুরঙ্গটি সম্ভবত আগের একটি অসম্পূর্ণভাবে তৈরিকৃত টানেলের বর্ধিত কোন অংশ। এর আগে ম্যাক্সিকো সরকার এমনই একটি টানেল খুঁজে পেয়েছিল। সূত্র : এমিরেটস।
//এআর
আরও পড়ুন