ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ বিজয়ী এবং ‘ক্রাইম পেট্রোল’ খ্যাত আলোচিত অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। এই তরুণ অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ভারতের বিনোদন দুনিয়া। 

ভারতীয় সংবাদমাধ্যমে নীতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু কুলদীপ। তিনি জানিয়েছেন, অভিনেতার বাবা ও বোন তাকে ফোন করে মৃত্যুর খবর জানান।

গতকাল মুম্বাইতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা নিতীন চৌহান। বলা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে তাঁর আত্মহত্যার কারণ এখনো প্রকাশ্যে আসেনি। উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন।

‘স্পিলটসভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি। এ ছাড়া ‘জিন্দেগি ডট কম’, ‘ক্রাইম পেট্রোল’, ‘ফ্রেন্ডস’সহ আরও শোতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল। বিভিন্ন অনলাইন পত্রিকার খবর অনুযায়ী, এই টেলিভিশন ধারাবাহিকে নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কিন্তু এর বাইরে তাঁরা কিছু জানেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের এক পোস্ট অনুযায়ী, অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

জানা গেছে, নিতীনের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা আলিগড় থেকে মুম্বাইতে এসেছেন। তিনি নিতীনের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন বলে জানা গেছে। আর সেখানেই এই তরুণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।নে জয় পেল ৫ বাংলাদেশি

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি