ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ক্রাইস্টচার্চ আতঙ্ক: মনোবিদ আনবে বিসিবি

প্রকাশিত : ০৯:৩৩, ১৯ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন টাইগাররা। সেই ঘটনায় শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

গত শনিবার রাতে নিরাপদে দেশে ফিরে ফিরলেও চোখের সামনে নারকীয় সেই হত্যাযজ্ঞ দেখার অভিজ্ঞতা ভুলতে পারছেন না ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার বলছেন, এখনও তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। এই অবস্থা থেকে বের হয়ে আসা মানুষ হিসেবেই তাদের জন্য জরুরি।

শুধু তাই নয়, খেলায় মনোসংযোগ করতে হলে এই ঘটনা ভুলে সামনে এগোনো দরকার ক্রিকেটারদের। আপাতত বোর্ডের তরফে এ নিয়ে কোনও তাড়াহুড়ো না থাকলেও গতকাল সোমবার বিসিবি সভাপতি জানালেন, তারা মনোবিদ আনার চিন্তা করছেন।

নিউজিল্যান্ডের মসজিদে ওই হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরার জন্য শুকরিয়া আদায়ের জন্য গতকাল সোমবার বিসিবি আয়োজন করেছিলো এক বিশেষ মিলাদ মাহফিল। সেখানেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, এ রকম কিছু (মনোবিদ আনার) চিন্তা করছি। আমরা ওদের অবজারভেশনে রেখেছি। তবে এ জন্যই যে মনোবিদ আসবে, তা নয়। আমরা ঠিক করেছি যে, সব মিলিয়ে, বিশ্বকাপ আছে সামনে তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সঙ্গে সময় কাটায় তা দলের জন্যই ভালো। তখন যদি কারও মনে হয় কারও বিশেষ কোনও হেল্প দরকার, তাহলে অবশ্যই তা নেওয়া হবে।

পাপন আরও বললেন, আমরা এখন যে কোনও দেশে যাওয়ার আগে নিরাপত্তা পরিকল্পনা চাইবো। সেটা ঠিক মতো প্রয়োগ হচ্ছে কি না, তা দেখতে কাউকে পাঠাবো।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (৩-০) হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই খেলায় ইনিংস ব্যবধানে হেরে যায় টাইগাররা। তৃতীয় টেস্ট শুরুর আগে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা হওয়ায় শেষ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত শুক্রবার ওই সন্ত্রাসী হামলায় শেষ খবর পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি