ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর শেষ টেস্ট বাতিল

প্রকাশিত : ১০:৪২, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৪, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গোলাগুলির ঘটনায় ২৭ জনের নিহতের জেরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বিকাল ৫টায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্টে তারা নিরাপত্তা দিতে পারবে না, ফলে শেষ ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না। কাল বা পরশু বাংলাদেশ ক্রিকেট টিম দেশে ফিরবে বলে জানা গেছে।

এর আগে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি কেন্দ্রীয় মসজিদে বন্দুকধারীদের হামলায় ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে এই হামলার পেছনে আরও অপরাধীরা জড়িত থাকতে পারে।

ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর এবং লিনউড এভের লিনউড মসজিদে গোলাগুলির ঘটনায় ২৭ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় বেশ কয়েকটি সূত্র। উল্লেখ্য, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল।

 

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি