ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রাউন্ট সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের ২ সমঝোতা স্মারক সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:১০, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাথে ক্রাউন্ট সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক, জিপিএইচ ইস্পাতের পরিচালক আশরাফুজ্জামান এবং ক্রাউন্ট সিমেন্টের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান মোল্লা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। চুক্তি অনুসারে জিপিএইচ ইস্পাত ও ক্রাউন্ট সিমেন্টকে গুণগত মান উন্নয়নে সহায়তা দেবে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি