ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকইনফোর বর্ষসেরা পুরষ্কার জিতলেন মিরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:২৪, ১৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম ক্রিকইনফোর ওয়ানডে ব্যাটিং পারফরমার অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিন মিরাজ। প্রথম ম্যাচে তার অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচে তিনি করেন সেঞ্চুরি। 

মিরাজের ওই ব্যাটিং নৈপুণ্যকে স্বীকৃতি দিয়েছে ভারতের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। 

অন্যদিকে, সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর তার দুর্দান্ত বোলিংয়ে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জেতে বাংলাদেশ।

একনজরে ইএসপিএন-ক্রিকইনফোর ২০২২ সালের বর্ষসেরা অ্যাওয়ার্ড :
পুরুষ :
সেরা টেস্ট ব্যাটিং : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ১৩৬*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টেস্ট বোলিং : এবাদত হোসেন (বাংলাদেশ) ৬/৪৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা ওয়ানডে ব্যাটিং : মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) ১০০*, প্রতিপক্ষ ভারত।
সেরা ওয়ানডে বোলিং : জসপ্রিত বুমরাহ (ভারত) ৬/১৯, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং : সূর্যকুমার যাদব (ভারত) ১১১*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি বোলিং : স্যাম কারান (ইংল্যান্ড) ৩/১২, প্রতিপক্ষ পাকিস্তান।
সহযোগী দেশগুলোতে সেরা ব্যাটিং : জর্জ মুনসি (স্কটল্যান্ড) ৬৬* (টি-টোয়েন্টি), প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং : ব্রেন্ডন গ্লোভার (নেদারল্যান্ডস) ৩/৯ (টি-টোয়েন্টি), প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টি (লিগ) সেরা ব্যাটিং : রজত পাটিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, আইপিএল) ১১২*, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।
টি-টোয়েন্টি (লিগ) সেরা বোলিং : উমরান মালিক (সানরাজার্স হায়দারাবাদ, আইপিএল) ৫/২৫, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার : হ্যারি ব্রুক (ইংল্যান্ড)।
বর্ষসেরা অধিনায়ক : বেন স্টোকস (ইংল্যান্ড)।

নারী :
সেরা ওয়ানডে ব্যাটিং : অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া) ১৭০, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা ওয়ানডে বোলিং : সোফি একলেস্টন (ইংল্যান্ড) ৬/৩৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং : স্মৃতি মান্দানা (ভারত) ৬১, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেরা টি-টোয়েন্টি বোলিং: রেনুকা সিং (ভারত) ৪/১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি