ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ক্রিকেট বিশ্বকাপ: এক টিকিটের দাম ৪৬ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৮ এপ্রিল ২০১৮

এক টিকিটের দাম ৪৬ হাজার টাকা! এত দামে ক্রিকেট বিক্রির রেকর্ড ক্রিকেট ইতিহাসও দেখেনি। তবে আসছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে ৩৯৫ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ৪৬ হাজার ৫০০ টাকারও বেশি। অন্যদিকে সর্বনিম্ন টিকিটের দাম ধরা হয়েছে ৯৩ পাউন্ডম, যা বাংলাদেশি টাকায় ১১ হাজার ১১ হাজার ২০০ টাকার বেশি।

২০১৯ বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াতে এখনো এক বছরের বেশি সময় বাকি। ফাইনালে কোন দুটি দল উঠবে তাও নিশ্চিত নয়। ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। এত দামে টিকিট বিক্রির কারণ হিসেবে আয়োজক দেশ ইংল্যান্ড বলছে, অন্যান্য খেলার টুর্নামেন্টে খরচ এবং বাজার বিশ্লেষণ করে ২০১৯ বিশ্বকাপ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।

ইংল্যান্ডে এই ফাইনালে বড়দের সবচেয়ে সস্তা টিকিটের দাম ধরা হয়েছে ৯৫ পাউন্ড (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১১ হাজার ২৫৩ টাকা)। ছোটদের টিকিট প্রতি গুনতে হবে ২০ পাউন্ড করে। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের টিকিটের পুরো দাম দিতে হবে না। টিকিটপ্রতি নির্দিষ্ট একটি অঙ্ক খরচ হবে এমসিসি সদস্যদের।

অন্যান্য ম্যাচে বড়দের টিকিটপ্রতি গুনতে হবে ২০ পাউন্ড করে। এ ছাড়া ছোটদের জন্য ‘পাউন্ডপ্রতি একটি টিকিট’-এর ব্যবস্থা করার কথাও ভাবছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য খেলার টুর্নামেন্টে খরচ এবং বাজার বিশ্লেষণ করে ২০১৯ বিশ্বকাপ টিকিটের দাম নির্ধারণ করেছে ইসিবি। শুধু বিক্রি থেকে ৪ কোটি পাউন্ড রাজস্ব আয়ের আশা করছে তাঁরা। বিশ্বকাপে ৪৬ ম্যাচে প্রায় ৮ লাখ টিকিট ছাড়া হবে।

জানা গেছে, ২০১৯ বিশ্বকাপের আসরটি শুরু হচ্ছে ৩০ই মে ওভালে। শুরুর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যাবে জুনের ১৬ তারিখে। ফাইনাল ম্যাচটি হবে জুলাইয়ের ১৪ তারিখে, লর্ডসে। সবগুলো নকআউট ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। পুরো ৪৬ দিন জুড়ে বিশ্বকাপের জ্বরে মাতবে ক্রিকেট বিশ্ব। দশটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে জুন মাসের দুই তারিখে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি