ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ক্রিকেটার শহিদুল ইসলামকে সিদ্ধিরগঞ্জে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৬ এপ্রিল ২০২২

সিদ্ধিরগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে জাতীয় দলের পেসার শহিদুল ইসলামকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা শহিদুলমকে শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে সংবর্ধনা দেয়া হয়। সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটি এ সংবার্ধনার আয়োজন করেন। 

টিভি উপস্থাপক সাংবাদিক সৌরভ ইমামের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নামজুল হাসান। 

সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটির সভাপতি সোহাগ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, বিশিষ্ট সংগঠক ও প্রবাসী দ্বীন ইসলাম মিন্টু।

প্রধান অতিথি নাজমুল হাসান বলেন, ক্রিকেট আমাদের আবেগের জায়গা। ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ১৫ জন মানুষ দেশকে প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে শহীদুল একজন। আমাদের বিশ্বাস, শহিদুল তার দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরো বেশী সাফল্য এনে দেবেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, শহিদুল নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের গর্ব। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে নারায়ণগঞ্জ থেকে আরো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবেন। 

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, গুণীর সম্মান করলে গুণী জন্মায়। শহিদুল আমাদের নারাণগঞ্জকে দেশের মানুষের কাছে উজ্জ্বল করেছে। আমরা চাই সে নিয়মিত খেলে লাল-সবুজের পতাকাকে সমুন্নত করবে। 

সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটির সভাপতি সোহাগ ইব্রাহিত জানান, সামনের দিনগুলোতে শহিদুলের মত মেধাবী লোকদের পাশে থাকতে চেষ্টা করবো আমরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল সুমন, সৈয়দ সুমন, সোহান, কিবরিয়া, সুজন, মাকসুদ, মাসুম, শাহীন, বাবু, সাগর, সাংবাদিক কামরুল হাসান ও সৈকত প্রমূখ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি