ক্রিকেটার শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
প্রকাশিত : ১৫:০৩, ৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৩১, ৯ জুলাই ২০১৭
এবার জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ফারজানা আকতার। রোববার বিসিবি ভবনে অভিযোগ জমা দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি নির্যাতনের কথা বলেন। এসময় সঙ্গে নিয়ে আসেন দুই সন্তান আরাফ (৩) ও আরহীকে (১১ মাস)।
ফারজানার অভিযোগ, দুই বছর ধরে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়েনশিহীদ। যা নিয়ে কথা বললেই নানাভাবে ফারজানার উপর নির্যাতন চালান তিনি। এমনকি বর্তমানে তারা একসঙ্গে বসবাসও করছেন না। পরিবারও তাকে নানাভাবে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন ফারজানা। তাই বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই আজ বিসিবি ভবনে আসেন তিনি।
বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে ফারজানা তার স্ত্রীকে বোর্ডে যেতে নিষেধ করেন। বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন শহীদ।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ করা হয়।
এর আগে ক্রিকেটার রুবেল ও আরাফাত সানির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে।
আর //এআর
আরও পড়ুন