ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ক্রিকেটারদের নববর্ষ উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৪ এপ্রিল ২০১৮

উৎসবমুখর পরিবেশে নতুন বাংলা বছরকে বরণ করে নিচ্ছে সমগ্র বাঙালি জাতি। সার্বজনীন এই উৎসবের দিনে জাতীয় দলের ক্রিকেটাররা কি ঘরে বসে থাকবেন, তা কি করে হয়? সামাজিক যোগাযোগ মাধ্যম গেঁটে দেখা গেছে বিশেষ এই দিনটিতে ক্রিকেট তারকারা কীভাবে উদযাপন করেছে পহেলা বৈশাখ। ভক্তদের জানার ইচ্ছে এই দিনে তাদের প্রিয় তারকারা কোথায় কী করছেন?

১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, `পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

নতুন বছরে বেজায় ফুর্তিতে আছেন জাতীয় দলের তরুণ ওপেনার সৌম্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টই এর প্রমাণ। পরিবারের সবার সঙ্গে পান্তা-ইলিশ ভোজনের বেশ কয়েকটি বর্ণিল ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, `শুভ নববর্ষ ১৪২৫`।

 বৈশাখের প্রথম দিনে দেশ থেকে অনেক দূরে অবস্থান করছেন কাটার মাস্টার হিসেবে খ্যাত মুস্তাফিজুর রহমান। তিনি এখন দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলছেন। তবে মাঠে নামার আগে নববর্ষকে ভুলেননি দ্য ফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে  নববর্ষের পাঞ্জাবী পরিহিত সেলফি পোস্ট করে লিখেছেন, `সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।`

জাতীয় দলের `সাইলেন্ট কিলার` খ্যাত মাহমুদ উল্লাহ রিয়াদও নিজের পোস্টে  নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। তিনি লিখেছেন, `পুরনো সব হতাশা, অবসাদ মুছে নতুন বছর সবার জীবনে বইয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।`

নতুন বছরের প্রথম দিনে পরিবারের সবার সঙ্গে বৈশাখী পোশাকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফর্মহীনতায় ভূগতে থাকা স্পিডস্টার তাসকিন আহমেদ। ছবিতে তার স্ত্রী, বাবা-মাসহ আত্মীয়রা আছেন। ক্যাপশনে অবশ্য তিনি ইংরেজি হরফে লিখেছেন, `শুভ নববর্ষ ১৪২৫`। ভক্তদের প্রত্যাশা, খুব দ্রুতই নিজের স্বরূপে ফিরে আসবেন এই গতি তারকা।

জাতীয় দলের আরেক পেসার রুবেল হোসেনের ফেসবুক পেইজে  নতুন বছরে পরিবারের সবার সঙ্গে বৈশাখী সাজে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি