ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ক্রিকেটে বেতন: নারী-পুরুষে আকাশ-পাতাল বৈষম্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১ মে ২০১৮ | আপডেট: ১৩:১২, ১ মে ২০১৮

ভারতের অধিনায়ক ভিরাট কোহলির আয় ১০ লাখ ডলার প্রতি বছর। অন্যদিকে ভারতীয় প্রমীলা ক্রিকেট দলের অধিনায়কের আয় মাত্র ৭৭ হাজার ডলার। ইংলিংশ অধিনায়ক জো রুটের আয় যখন ৮ লাখ ডলার, তখন ইংলিশদের নারী ক্রিকেট দলের অধিনায়ক ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইটের আয় রুটের আয় ৩৮ শতাংশ কম। সাকিব আল হাসানের মাসিক বেতন ৪ লাখ টাকা। অন্যদিকে নারী ক্রিকেট দলের এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়দে বেতন মাত্র ৩০ হাজার টাকা।

উপরের চিত্রটির দিকে থাকালেই বুঝা যায় দেশ ও বিদেশে নারী ক্রিকেটারদের তুলনায় পুরুষ ক্রিকেটাররা কয়েকগুণ বেশি বেতন পেয়ে থাকে। কয়েকগুণ বললে ভুল হবে। তাদের মধ্যে বৈষম্যের দূরত্ব আকাশ-পাতালও বলা যেতে পারে। নিচে একনজরে দেখে নিই পুরুষ ক্রিকেটারদের বার্ষিক আয় কার কত-

•ভিরাট কোহলি ১২ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা

•জো রুট- ১১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার টাকা

•ভিরাট কোহলি- ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা

•ফ্যাফ ডু প্লেসি- ৩ কোটি ৬৫ লাখ টাকা

•অ্যাঞ্জেলো ম্যাথুজ- ২ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা

•সরফরাজ আহমেদ- ২ কোটি ৪৮ লাখ ৯২ হাজার টাকা

•জেসন হোল্ডার- ২ কোটি ২৪ লাখ টাকা

অন্যদিকে নারী ক্রিকেটারদের বার্ষিক আয়

• অস্ট্রেলিয়ার ক্রিস্টিন ব্রিমসের বার্ষিক সর্বোচ্চ আয় ৪২ লাখ টাকা
•অ্যালেক্স ব্ল্যাকওয়েলের বার্ষিক সর্বোচ্চ আয় ৪১ লাখ টাকা
• ভারতের মাত্র ৪ নারী ক্রিকেটারের বেতন বার্ষিক ১৫ লাখ টাকা
• পাকিস্তানের প্রথম ক্যাটাগরির নারী ক্রিকেটারের বেতন ১২ লাখ টাকা
• ইংল্যান্ডের নারী ক্রিকেটারদের বার্ষিক আয় ৫০ লাখ ৮৪ হাজার টাকা


ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশেই পুরুষ ক্রিকেটার তুলনায় নারী ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ‘পুরুষ’ ক্রিকেট দলের খেলোয়াড়রা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ প্রতি পান ২ লাখ টাকা। আর সেখানে নারী ক্রিকেটারদের প্রতিটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার বিনিময়ে দেওয়া হয় ৮০০০ টাকা। অথাৎ পুরুষ ক্রিকেটারদের ২৫ ভাগের ১ ভাগ। ২০১৭ সালের জানুযারির পর্যন্ত একজন ইংল্যান্ডের নারী ক্রিকেটার পান প্রায় ৬০০০০ টাকা। আর এর পরেই রয়েছে অস্ট্রেলিয়া তারা দেয় প্রায় ৫৫০০০ টাকা।

আর একজন নারী ক্রিকেটারের সর্বোচ্চ মাসিক বেতন তিনটি গ্রেডে দেওয়া হয় ৩০, ২০ ও ১০ হাজার টাকা। অর্থাৎ পুরুষ ক্রিকেটারের বেতনের ১৩ ভাগের ১ ভাগ। যাক, অন্তত মাসিক বেতনের চিত্রটা কিছুটা হলেও ভালো।

এবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ ফির প্রসঙ্গ। একজন পুরুষ ক্রিকেটার জাতীয় লিগের প্রতি ম্যাচে খেলে পান ৪০ হাজার টাকা। আর সেখানে নারী ক্রিকেটাররা পাচ্ছেন মাত্র ৬০০ টাকা। এতে থেকেই বোঝা যায়, কতোটা বৈষম্যের শিকার নারী ক্রিকেটাররা।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস, ক্রিক ইনফো, বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি