ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটের তিন সংস্করণের শীর্ষে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। সেই সাথে ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিন সংস্করণে শীর্ষস্থান দখলের রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।

আগেই টেস্ট আর টি-টোয়েন্টিতে শীর্ষে ছিল ভারত। এবার ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো তারা।

ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই সিরিজে অবশ্য বিশ্রামে রাখা হয়েছে রোহিত-বিরাটদের। 

তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে কোনো বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়ার। ম্যাচ জয়ের পর র‌্যাঙ্কিংয়েও বড় সুঃসংবাদ পেয়েছে টিম ইন্ডিয়া। তিন ফরমেটের এখন বিশ্ব ব্যাঙ্কিংয়ে শীর্ষ দল তারা। 

এরআগে, এই রেকর্ড ছিল কেবল দক্ষিণ আফ্রিকার। ২০১২ সালের আগস্টে তিন ফরম্যাটে এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। 
অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। পাকিস্তানের থেকে এক রেটিং পয়েন্ট এগিয়ে তারা। তিন নম্বরে থাকা অসিদের রেটিং পয়েন্ট ১১১।

অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও শুভমান গিলের ১৪২ রানের ঝোড়ো জুটিতে সহজ জয়ের পথ গড়ে ফেলে ভারত। এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের অর্ধশতকের সুবাদে ৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি