ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১৫ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:২৩, ১৫ নভেম্বর ২০২০

প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মাহবুবুল আলম হানিফের পর এবার করোনায় আক্রান্ত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে শনিবার নমুনা পরীক্ষার পর আজ রোববার (১৫ নভেম্বর) পাওয়া রেজাল্টে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে সংসদ মেডিকেল সেন্টারের দায়িত্বরত ডা. মো. জাহিদ বলেন, করোনা পরীক্ষার জন্য গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজিটিভ। এছাড়াও সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদের বিষয়টি অবহিত করা হয়।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন চলছে এখন, যা শুরু হয় গত ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে বঙ্গবন্ধুকে নিয়েই আলোচনা চলছে। আজ রোববার এ আলোচনা শেষ হওয়ার কথা। 

বিশেষ এ অধিবেশন উপলক্ষে করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়ার পর অত্যন্ত ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি