ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৬, ২৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০০:৩৮, ২৮ জানুয়ারি ২০২৩

ওয়াহাব রিয়াজ

ওয়াহাব রিয়াজ

ক্রিকেট ও রাজনীতির মধ্যে একটা সম্পর্ক আগে থেকেই ছিল। এই যেমন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান রাজনীতিতে নাম লিখিয়ে প্রধানমন্ত্রীও হয়েছেন। আরেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে এবার পাঞ্জাবের তত্ত্বাবধায়ক ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ওয়াহাব। দেশে ফিরেই শপথ নেবেন তিনি। শুক্রবারই (২৭ জানুয়ারি) লাহোরে গভর্নরের বাসভবনে শপথ নিয়েছেন মন্ত্রীপরিষদের বাকি সদস্যরা।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভির চাওয়াতেই মূলত ৩৭ বছর বয়সী পেসারকে মন্ত্রীপরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এপ্রিলে পাঞ্জাবে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার আগ পর্যন্ত ওয়াহাব এই পদে অধিষ্ঠিত থাকবেন।

পাকিস্তানে প্রাদেশিক এবং জাতীয় নির্বাচনের আগে বিধানসভা ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তত্ত্বাবধান করেন। এ সরকারের মন্ত্রীরা নির্বাচিত না হয়ে নিয়োগ পান। ওয়াহাবের স্পষ্টতই কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বা প্রশাসনিক অভিজ্ঞতা নেই।

পাঞ্জাবে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত, জনসংখ্যা এবং রাজনৈতিক বরাদ্দের ভিত্তিতে পাকিস্তানের বৃহত্তম প্রদেশটির সরকার ছিল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে’র নেতৃত্বে। যার চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খান।

ওয়াহাব পাকিস্তানের হয়ে ২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৭টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩৭টি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

এনএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি