ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্রোয়েশিয়াকে নিয়ে জ্যোতিষী উটের ভবিষ্যদ্বাণী-ই সত্যি হলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১২ জুলাই ২০১৮ | আপডেট: ০০:০০, ১৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আরব আমিরাতের জ্যোতিষী উটটি যা বলছে তাই ঘটটে রাশিয়া বিশ্বকাপে। প্রথম সেমি ফাইনালে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ নিয়ে উট শাহিন বলেছিল ফ্রান্স জিতবে, সেটিই হয়েছে। তা না হয় হলো, কারণ ফ্রান্স ফর্মের তুঙ্গে। দ্বিতীয় সেমি ফাইনালে উটের বাজির ঘোড়া ছিল তুলনামূলক আন্ডারডগ ক্রোয়েশিয়া। সেটিও কিন্তু গতরাতে ফলে গেছে। ক্রোয়েশিয়া ইংল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গতরাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয় বিশ্বকাপে তুলনামূলক জৌলুসহীন ক্রোয়েশিয়া। ফুটবল বিশেষজ্ঞদের বেশিরভাগই বলছিলেন, ইংল্যান্ডই জিতবে। তবে ফুটবল নিয়ে ভবিষদ্বাণী করা জ্যোতিষী উট শাহীনের ভবিষ্যত বাণী ছিল ম্যাচটি জিতবে ক্রোয়েশিয়া।

জানা গেছে, প্রতিটি ম্যাচের আগে ফুটবলের এই জ্যোতিষীর সামনে দুটি পতাকা রাখা হয়। সেখান থেকে একটি পতাকা বেছে নেয় শাহীন।
সেমি ফাইনালের পর এবার দেখার বিষয় ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে তার অবস্থান কোন দিকে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি