ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৩ ডিসেম্বর ২০১৮

ইতিহাসে‌র প্রথম দল হিসেবে টানা তৃতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিয়াল মাদ্রিদ। সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে হারিয়ে একই সঙ্গে সর্বোচ্চ চারবার শিরোপাটি জয়ের রেকর্ড গড়েছে ইউরোপের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে আবু ধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটিতে ৪-১ গোলে জিতেছে সান্তিয়াগো সোলারির দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৪তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় স্পেনের ক্লাবটি। রিয়ালের হয়ে কোনও ফাইনালে এটাই তার প্রথম গোল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। আর ম্যাচের ৭৯তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস।

তবে ম্যাচের ৮৬তম মিনিটে সান্ত্বনার গোল পায় আল আইন। জাপানি ডিফেন্ডার সুকাসা শিওতানি ব্যবধান কমান। কিন্তু রিয়ালের জয়ের পথে তা কোনও বাধা হতে পারেনি। উল্টো যোগ করা সময়ে ইয়াহিয়া নাদেরের আত্মঘাতী গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের ক্লাবটি।

২০১৪ সালে প্রথমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় রিয়াল। এবার টানা তিন শিরোপা জিতে বার্সাকে পেছনে ফেলল তারা। এ নিয়ে রেকর্ড চারবার ট্রফি হাতে নিলো রিয়াল। আর নতুন কোচ সান্তিয়াগো সোলারিকে উপহার দিলো প্রথম শিরোপার স্বাদ। এদিকে, দলের রেকর্ড সাফল্যের পথে ব্যক্তিগত এক রেকর্ড হয়েছে টনি ক্রুসের। প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পাঁচবার ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন জার্মান এই মিডফিল্ডার।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি