ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো এখনো নিজ এলাকায় ফিরতে পারছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ৪ জুন ২০১৭

ভয় আর আতংকে এখনো নিজ এলাকায় ফিরতে পারছে না রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো। ঘটনার দুদিন পেরুলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এরই মধ্যে ২১২ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছে ত্রাণ-পুণর্বাসন কর্মকর্তারা। এদিকে আগুন দেয়ার ঘটনায় আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। লংগদুতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্তঅনে চলছে প্রতিবাদ কর্মসূচি।
বিরান ভূমিতে পরিণত হয়েছে পুরো এলাকা। রাঙামাটির লংগদুর ৪টি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় এখনো কাটেনি আতঙ্ক। নিজ বাড়িতে ফিরতে পারেনি অধিকাংশ পরিবার।  
দু-একটি পরিবার ফিরলেও তারা ভুগছে নিরাপত্তাহীনতায়, সেদিনের হামলার কথা মনে করে শিউরে উঠছেন অসহায় এসব মানুষরা।
এরই মধ্যে ২শ ১২ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করেছে ত্রাণ ও পুণর্বাসন অধিদপ্তর। বরাদ্দ করা হয়েছে ২০ মেট্রিক টন চাল ও ৬০ হাজার টাকা। তবে ত্রাণ সহায়তা পৌছাতে কিছুটা সময় লাগবে।
এদিকে, আগুন দেয়ার ঘটনায় আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট আটক করা হলো ১২ জনকে।
এদিকে সচিবালয়ে স্বারাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় দোষী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পাহাড়ীদের ঘর বাড়িতে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে দিনাজপুর, বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি