ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ক্ষমতা দখলে রাখতে খালেদাকে জেলে রাখা হয়েছে: বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৫৫, ৯ মার্চ ২০১৮

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। ক্ষমতা দখল করতে খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

শুক্রবার রাজধানীতে পৃথক পৃথক কর্মসূচীতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি জাফর অংশের আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি বলে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে আওয়ামী লীগের আবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই।

মির্জা ফখরুল বলেন, সরকারের ইচ্ছার বাস্তাবয়ন ছাড়া অন্য কিছুই করছে না নির্বাচন কমিশন। বিএনপি ও জোটের অন্য রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সরকার সেই ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার।

জাতীয় প্রেসক্লাবে আরেকটি আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার বুঝতে পেরেছে তাদের জনপ্রিয়তা নেই। তাই তারা দমন পীড়নের পথ বেছে নিয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব ড্যাবের মানববন্ধনে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকারের মধ্যে গণতন্ত্রভীতি কাজ করছে বলেই রাজনৈতিক কর্মসূচীতে ভীত হয়ে পড়েছে।

কমসূচীতে নেতারা খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।

ভিডিও: 

টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি