ক্ষমতার পাগল নয়, বরং ক্ষমতাটা বিএনপির প্রাপ্য: ফজলুর রহমান
প্রকাশিত : ২২:২২, ৫ এপ্রিল ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যারা বলছেন বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে যায়নি। বরং ক্ষমতাটা বিএনপির প্রাপ্য।
শনিবার (৫ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরের অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনসভায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, বিএনপি হলো দেশের প্রধান রাজনৈতিক দল। এখন নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পাবে। ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিরানি দিছি আমরা, রোগ-বালাই দমন করেছি অমরা। এখন ধান কি অন্যের ঘরে যাবে? তা হতে পারে না। রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার কেবল বিএনপিরই আছে।
তিনি বলেন, জনগণ হচ্ছে দেশের মালিক। ইউনুস সাহেবরা হলেন পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে, কোন দলে হবে।
দেশে চলমান বিশৃঙ্খলা প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করেছে, জেলে দিয়েছে অন্যায়ভাবে। কিন্তু আমরা আওয়ামী লীগের মতো চলতে চাই না। আমরা চাই দেশের আইন সঠিকভাবে চলুক। আমি বলি, আওয়ামী লীগের নির্দোষ লোকদের নির্যাতন করা যাবে না। তাদের ওপর অন্যায় আচরণ করা যাবে না।
বিকেলে অষ্টগ্রাম সদরের খেলার মাঠে সমাবেশ শুরু হলেও সকাল ১০টা থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে আসতে থাকে। ১২টার দিকে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ।
একাত্তর ও মক্তিযুদ্ধ সম্পর্কে ফজলুর রহমান বলেন, আগে আমাদের দেশের নাম ছিল পাকিস্তান। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হইছে। মায়ের পেট থেকে যেমন বাচ্চা হয়, তেমনি মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হইছে। এখন বাংলাদেশ বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে মাকে অস্বীকার করা হয়। মাকে যে ছেলে অস্বীকার করে সে ভালো ছেলে না। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ভালো মানুষ না। আপনি যদি মুক্তিযুদ্ধকে না মানেন, আমি আপনাকে রাজাকার বলব। মুক্তিযুদ্ধকে না মানলে আমি বলব আপনার পূর্বপুরুষ আল-বদর ও দালাল ছিল। এর জন্য আপনারা আমাকে যত গালাগালিই করেন না কেন, আমি মুক্তিযুদ্ধকে ছাড়তে পারব না। কারণে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে মাইনা আপনি পাল্লা (দাঁড়িপাল্লা) মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা বলে ভোট চান, হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান, আহলে হাদিসের নামে ভোট চান। আমার আপত্তি নেই। মানুষ যদি আপনাদের ভোট দেয়, ইসলামের কথা শুনে যদি ভোট দেয়-আপনি দেশ চালান। আপনাকে আমি স্যালুট করব।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে হাসিনার কোনো সম্পর্ক নাই। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক নয়। এখন হাসিনা ফেইল করেছে। তাই বলে তার সঙ্গে মুক্তিযুদ্ধতো ফেইল করেনি। একটা জাতির মুক্তিযুদ্ধ কখনো ফেইল করে না। যারা এসব বলছে তারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চায়, ছোট করতে চায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন মুকুল, অষ্টগ্রাম সদর বিএনপির সভাপতি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. দানাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এএইচ
আরও পড়ুন